নিউজ সোশ্যাল বার্তা, ২রা ডিসেম্বর ২০১৯,মলয় দে নদীয়া:- World Cup Cycle Polo ২০১৯ টুর্নামেন্ট শুরু হচ্ছে ১০ই ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনায়।
Indian Cycle Polo টুর্নামেন্টের হয়ে খেলতে যাচ্ছে World Cup । Bengal Cycle Polo Association থেকে এই প্রথম রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পঞ্চায়েত এলাকার যুবক সোনু কৈরী। দীর্ঘ দিন ধরে West Bengal Cycle Polo Association হয়ে খেলত গত ১লা নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত দিল্লি তে সারা ভারতের থেকে ১১ জন খেলোয়াড়ের মধ্যে চলছিল কোচিং পর্ব ।
গত ২৯শে নভেম্বর ৮ জন চূড়ান্ত লিস্টে অনুমোদন পান ভারত থেকে । তাদের মধ্যে ২ জন Territorial Army , ২ জন Indian Army , ২জন Air force , ১ জন ছত্তিশগড়, ১ জন বাংলার খেলোয়াড়।