মলয় দে নদীয়া :-শুধু করোনা সংক্রমণ প্রতিহত নয় এই বার সৌমিত্র ভট্টাচাৰ্য্য এর প্রচেস্টায় চাকদহ প্রান্তিক ক্লাব বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিবন্ধী দের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলেন রবিবার চাকদহ একটি অনুষ্ঠানের মাধ্যমে । সারা ভারত মতুয়া মহাসংঘের সহযোগিতায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায়, নদিয়া জেলা পরিষদের সহ সভাপতি দীপক বসু, চাকদহ প্রাক্তন পৌরপতিদীপক চক্রবর্তী, রামকৃষ্ণ ও জগন্নাথ মন্দিরের মহারাজ ও হাফিজ সাহেব সহ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। প্রায় ৪০০ জন বিশেষভাবে সক্ষমদের হাতে হুইল চেয়ার,ট্রাই সাইকেল, ক্রাশ, শ্রবণযন্ত্র সহ যাবতীয় সহায়ক সরঞ্জম তুলে দেওয়া হলো । সংসদ সৌগত রায় বলেন এমন ধরণের মহৎ কাজ প্রশংসার দাবী রাখে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। দূর্গা পুজোর আগে এ ধরনের সরঞ্জাম তুলে দেওয়া তে উপকৃত হলেন । তারা এমন মহৎ কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে ছুটে এসেছেন তিনি। প্রান্তিক ক্লাবের কর্ণধার সৌমিত্র ভট্টাচাৰ্য বলেন আজ প্রায় ৪০০জন প্রতিবন্ধী কে সরঞ্জাম দেওয়া হলো প্রয়োজন হলে চেষ্টা করা হবে। প্রান্তিক ক্লাব যে চাকদহের মধ্যে মানুষের জন্য কাজ করে মন জয় করে নিয়েছে তাদের বিভিন্ন সমাজ মূলক কাজ দেখে তার প্রমান ।