দেবু সিংহ ,মালদা: মালদার হবিবপুর থানার অন্তর্গত আকতৈল পঞ্চায়েত এর কেন্দপুকুর এলাকায় বৃহস্পতিবার অমাবস্যা রাতে ফলহারিনী কালী পুজো হয়ে গেল।
শুক্রবার সকাল থেকে ফলহারিনী কালী মায়ের মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। মহামারি করোনা থেকে গোটা বিশ্বকে মুক্ত করতে এই বিশেষ আয়োজন বলে জানা গেছে। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় এই পুজো করা হয়। এখানে ফলহারিণী কালীকে রক্ষাকালী রূপে পুজো করা হয়। এই যজ্ঞে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল-সহ হবিবপুরে বিধায়ক জোয়াল মুর্মু-সহ বিজেপির অন্যান্য নেতারা।
বিধায়ক জোয়াল মুর্মু বলেন, ‘করোনা ভাইরাস রোধ করার জন্য মহাযজ্ঞের আয়োজন করা হয়। আগেকার দিনে দেশে কোন বিপদ আসলে ঋষি মুনীরা মহাযজ্ঞ করতেন, তাই আমরা এই মহাযজ্ঞের করা হয়।’