দেবু সিংহ ,মালদা : লকডাউনের জেরে শ্রমিকের অভাব, ও কীটনাশক ওষুধের কালোবাজারি রং ফলে চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষ। সম্প্রতি বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে মালদার আম চাষে।
এমন দৃশ্য দেখা গেল ইংরেজবাজারের সাগরদিঘির আমবাগান গুলিতে যেটুকু মুকুল আছে তাকে বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন কীটনাশক স্প্রে । কিন্তু এই মুহূর্তে লকডাউন এর মাঝে পাওয়া যাচ্ছে না কীটনাশক ঔষধ। যদিও বা পাওয়া যাচ্ছে চড়া দামে কিনতে হচ্ছে আমচাষীদের। আমচাষীদের অভিযোগ ১ লিটার একটি কীটনাশক ওষুধ কিনতে তাদের ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে। এছাড়া লকডাউন থাকায় স্প্রে করার জন্য যে অভাব দেখা দিয়েছে। ফলে এই চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষিরা।