মলয় দে নদীয়া:- আরফানের দাপটে নদীয়ার পাশাপাশি শান্তিপুরের বেশ কয়েকটি গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক একই ক্ষতির মুখে পড়তে হয় শান্তিপুর বাগআঁচড়ার আশেপাশের বেশ কয়েকটি গ্রাম কেউ। বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ করা গেলেও ৪৮ ঘন্টা বাদেও এখনো পর্যন্ত অনেক জায়গায় মেলেনি বিদ্যুৎ পরিষেবা। বর্তমান পরিস্থিতিতে এন্ড্রয়েড মোবাইল এখন সাধারণ মানুষের একমাত্র ভরসা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে চার্জ নেই মোবাইল গুলিতে, তাই বাগআঁচড়ার আশেপাশের গ্রামের কিছু সাধারণ মানুষ তাদের মোবাইলের চার্জ দেওয়ার জন্য সকাল থেকেই লাইন দেয় বাগআঁচড়ার বাস স্ট্যান্ড এলাকার একটি ইলেকট্রিক্যাল দোকানে, এ বিষয়ে দোকানদার সত্যজিৎ কর্মকার জানান, ঝড়ের পর থেকে বিদ্যুৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার, যার কারণে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমি একটি জেনেটার ভাড়া করে মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি, যারা মোবাইলে চার্জ দিচ্ছেন প্রত্যেকেই পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে, কারণ জেনেটার এর তেল খরচের জন্য এতে করে উপকৃত হচ্ছে গ্রামের বহু সাধারণ মানুষ।
