মলয় দে নদীয়া:-এত অল্প সময়ের মধ্যে গতকালকের আমপানের বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণের সঠিক হিসাব পেতে শান্তিপুর থানার প্রশাসনের ভরসা ড্রোন ক্যামেরা। আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরী, গোবিন্দপুর, বাগ,আঁচড়া তড়িৎ সংঘের মাঠ, শান্তিপুর রামনগর মাঠ, নৃসিংহ পুর বাস স্ট্যান্ড এরকমই দশটি ফাঁকা স্থান থেকে উড়ানো হলো ড্রোন ক্যামেরা।
২০ মিনিট করে একটি স্লটে ১ঘন্টা ৪০ মিনিটের দীর্ঘ একটি রেকর্ডে ধরা পরল সম্পূর্ণ শান্তিপুর থানা এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ। বিভিন্ন জনপ্রতিনিধি, সংবাদমাধ্যম, এবং শান্তিপুর নিজস্ব প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি লিস্ট আজ সকালে করা হয়েছিলো। দুপুরে ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও কিছু নতুন সংযুক্তিকরণ হল সেই তালিকায়।
শান্তিপুর থানার ওসি সুমন দাস ও অন্যান্য এস আই সরোজমিনে দাঁড়িয়ে থাকে বুঝে নেন বিষয়টি। প্রশাসনিক সূত্রে জানা যায়, লকডাউনে গৃহবন্দি না থেকে কত মানুষ বাইরে আছে তারও একটা সম্যক ধারণা পাওয়া গেছে আজ।