বন্যা থেকে রায়গঞ্জ শহরকে বাঁচাতে দ্রুত কুলিক নদীর বাঁধ মেরামতের কাজ শুরু

Social

রায়গঞ্জঃ জলে তোরে ভেঙে যাওয়া কুলিক বাঁধের দ্রুত মেরামতের উদ্যোগ নিল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার সকাল থেকে সেচ দপ্তরের সহায়তায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি বাঁধ মেরামতের কাজে শুরু করে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানিয়েছেন, সোমবার কুলিক নদী বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালই পরিদর্শন করে সেচ দপ্তরে রিপোর্ট করা হয়েছিল। রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করতে মঙ্গলবার সকাল থেকে সেচ দপ্তরের সহায়তায় বাঁধ মেরামতের কাজ করা হয়েছে। রায়গঞ্জ ব্লকের ভাটোল, জগদীশপুর, শীতগ্রাম, বাহিন, গৌরী ও কমলাবাড়ি এই ছটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কুলিক ও নাগর নদীর জলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গৌরী ও বাহিন গ্রামপঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রামের বাসিন্দাদের ঘরে নাগর নদীর জল ঢুকে যাওয়ায় তাঁদের বিভিন্ন ফ্লাড সেন্টারে এনে রাখা হয়েছে। রায়গঞ্জ শহর সংলগ্ন আবদুলঘাটা এলাকায় কুলিক নদীবাঁধের কিছুটা অংশ ভেঙে যাওয়ায় বন্যার আতঙ্ক দেখা দিয়েছিল। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। এদিন রায়গঞ্জ ব্লকে নতুন করে কোনও এলাকা প্লাবিত হয়নি।

Leave a Reply