দেবু সিংহ মালদা ঃ ইশা ফাউন্ডেশন(ইউ কে) ও আজমল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বুধবার মোথাবাড়ি বিধানসভার হামিদপুর অঞ্চলে ৪০০ টি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন আজমল ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেটর তথা বিশিষ্ট সমাজসেবী মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও মালদার জেলার বিভিন্ন অঞ্চলে তিনি আগামী দশদিন খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানা গিয়েছে।
তিনি বলেন, ‘ আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরই পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী নিয়ে গরীব-অসহায় মানুষের পাশে এসে দাড়ায়। কিন্ত এবছরে কোভিড-১৯ মহামারী ও লকডাউন এর পরিপ্রেক্ষিতে বহু মানুষ ক্ষতিগ্রস্থ। তাই আজমল ফাউন্ডেশন বিশেষ ভাবে এবছর সারা বাংলার জুড়ে মালদা সহ বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমানে খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছে। এর জন্য বাংলার মানুষের পক্ষ থেকে আমরা মৌলানা বদরুদ্দীন আজমল , সিরাজুদ্দীন আজমল সাহেব ও আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর খসরুল ইসলাম, ম্যানেজার আজাদ , মৌলানা পারভেজ আলাম সহ পুরো আজমল টিম প্রমুখ।