ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বগুলা শাখার উদ্যোগে স্যানিটেশন এবং কমিউনিটি কিচেন

Social

মলয় দে নদীয়া :- সঙ্ঘবদ্ধ হয়ে সহযোগিতার একদম গোঁড়ার কথা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির মতন হাতে গোনা কয়েকটি সংস্থাই এ ধরনের কাজ করে অভ্যস্ত ছিল। কালের নিয়মে সাধারণ মানুষের চেতনার উন্মেষ ঘটেছে অনেকটাই। রাজ্য ব্যাপি ,জেলাভিত্তিক, এমনকি এলাকাভিত্তিকও বহু সংগঠনের জন্ম নিয়েছে পরবর্তীতে। এতে মানুষের চরম সংকটময় মুহূর্তে পাশে কেউ না থাকার মত ঘটনা এখন বিরল। সেরকম একটি বহু প্রাচীন সারা ভারতবর্ষের জুড়ে কাজ করা অতি পরিচিত সংস্থা ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটি।

সংস্থার বগুলা ইউনিটের উদ্যোগে এবং বগুলা বাজার ব্যাবসায়ী সমিতি ও বগুলা ২ নং গ্রাম পঞ্চায়েতের সহায়তায় হাঁসখালী ব্লক প্রশাসনের সম্মানীয় আধিকারিকদের উপস্থিতিতে,রানাঘাট ফায়ার ব্রিগেডের নেতৃত্বে রবিবার রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের কমিউনিটি কিচেন এবং বগুলা বাজারের স্যানিটেশনের কাজ সুসম্পন্ন হয়েছে। লকডাউন এর পর থেকে নিয়মিত বিভিন্ন পরিষেবা নিজেদের নিযুক্ত রেখেছেন সংস্থার সদস্যরা।

Leave a Reply