মলয় দে নদীয়া :-একদিকে ক্ষুদিরাম বসুর জন্ম দিবস, অন্যদিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস, একই দিনে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর জন্মদিন। সবকিছুই একই সাথে উদযাপন করার প্রয়াস। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শান্তিপুর কলেজে বন্ধু নামে এক সামাজিক সংগঠন এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষ, ট্রাই সাইকেল এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা। সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করে বন্ধু নামে সামাজিক সংগঠনের সদস্যরা। যদিও মাঠে উপস্থিত ছিলেন শান্তিপুর কলেজের অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য।
অন্যদিকে ক্ষুদিরাম বসুর জন্ম দিবস উপলক্ষে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বাড়িতে খুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্য দান করেন শান্তিপুরে সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা। যদি উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সেখানে প্রায় কুড়ি জন বিশেষ ভাবে সক্ষম মহিলাদের কে বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করে সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা, সেই বস্ত্র নিজের হাতেই তুলে দেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। পাশাপাশি আজ শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জন্মদিন, সেই উপলক্ষে সকাল থেকেই তার বাড়িতে দলের একাধিক প্রতিনিধি থেকে শুরু করে কর্মীরা উপস্থিত হন। পাশাপাশি উপস্থিত হতে দেখা যায় শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের। এরপর সকলে মিলে বিধায়কের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তাবক দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান সকলেই। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন, প্রত্যেক পয়লা জানুয়ারিতে দলের প্রতিষ্ঠাতা দিবসের দিনে প্রথমে তিনি বিশেষভাবে সক্ষম মানুষদের সাথে সময় কাটান, এরপর দলের বিভিন্ন কাজে তিনি ব্যস্ত হয়ে যান। এ বছরেও তা ব্যতিক্রম হবেনা, কারণ প্রতিবন্ধী বলে সমাজে কিছু নেই সকলেই সমাজের মূল স্রোতে চলে। অন্যদিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিশেষভাবে সক্ষমরা জানিয়েছেন, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি জানিয়েছিলেন শান্তিপুরে যাতে একটি প্রতিবন্ধীদের বিদ্যালয় করা হয় যা এখনো তা বাস্তবায়িত হয়নি। এছাড়াও প্রতিমাসে চার হাজার টাকা প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আবেদন জানান তারা।