প্রীতম ভট্টাচার্য: নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার কৃষ্ণনগর সংলগ্ন ধোপাপাড়া বারোয়ারী প্রাঙ্গনে ২০ ও ২১ নং ওয়ার্ডের কিছু দামাল মুখ দু:স্থ মানুষের পশে দাঁড়াতে বারোয়ারীর মাঠে বসিয়েছিলো বিনা পয়সার সব্জীবাজার।
স্থানীয় যুবকরা মিলে উদ্যোগ নিয়ে পরিচিতদের সহোযোগিতায় ৭৩০ জন দুঃস্থ মানুষের হাতে সবজি তুলে দিয়ে একটু সহযোগিতার চেষ্টা করল। মোট ১৫ রকমের সব্জির ডাটা, কুমড়ো,লেবু,এঁচোড় সহ হরেক রকম সব্জীর আয়োজন ছিলো ।
উদ্যোক্তাদের একজন বললেন “এই লকডাউনের সময় আমরা এইসব খেটে খাওয়া ও দু:স্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি।আমরা অনেক দিন ধরেই এই ত্রান দিয়ে আসছি, আগামীদিনে এইসব মানুষের পাশে আরও বেশী করে থাকবো। যাদের প্রকৃত প্রয়োজন তাদের খুঁজে বের করার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে চালানো হয় দেওয়া হয় কুপন, বাজারে ঢোকার সময় স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা হয় ক্রেতাদের” ।
উপস্থিত ছিলেন ডাঃ অভিজিৎ ঘোষ, লায়ন্স ক্লাব কৃষ্ণনগর সম্পর্কের আই পি পি ডা: উৎপল চক্রবর্তী সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ।