সাইকেল চড়ে অভিনব সচেতন বার্তা চা বিক্রেতার, মাস্ক না পরলে মিলছে না চা

Social

সারাদেশ জুড়ে চলছে লক ডাউন ।লকডাউনে গৃহবন্দি নিস্তব্ধ পরিবেশের মধ্যে, হঠাৎ বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া “চা কি আপনারা খাবেন না? চায়ের দোকানে গুলতানি নয়, বাড়িতে বসেই চা পান করুন। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। হাত পা স্যানিটাইজাই করুন মাঝেমাঝেই।”এ ধরনের নানা সচেতন বার্তা কানে আসছে, ঠিক ছোটবেলার আইসক্রিম বা তিলে খাজা, কাসুন্দি, আচার বিক্রির মত উষ্ণ দুপুরে নির্জন পরিবেশে।

তবে এক্ষেত্রে বিক্রেতার, বিক্রয়দ্রব্যের সাথে, পরিবেশ সচেতনতার বার্তা একদম ফ্রিতে! মুখে মাস্ক না থাকলে মিলবে না চা।
বাবা মা মারা গেছে অনেক আগে,দুই দাদা বৌদি ও এক ভাইজি কে নিয়ে নদীয়ার ফুলিয়া নতুন বুঁইচার শিল্টু সরকার রাজমিস্ত্রি জোগাড়ে লকডাউন কর্মহীন হয়ে সংসারের টানে পেশা পরিবর্তন করে হয়েছেন চা বিক্রেতা।

সাইকেল চালিয়েই এই দীর্ঘ ৩০-৪০ কিলোমিটার চলে যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার সাইকেলটি র শুধুমাত্র হ্যান্ডেল ছাড়া বাকি সব অংশে বিভিন্ন সতর্কতা বার্তার পোস্টারে ঢাকা।

শিন্টু সরকার জানান “চায়ের নেশা বড় অদ্ভুত! প্রশাসনিক সাজা উপেক্ষা করেও, বাড়ির বাইরে বেরোনোর প্রবণতা অনেকের। কিন্তু যদি হোম সার্ভিস দেওয়া যায় খানিকটা চায়ের দোকানের ঠেকবাজি কমানো যেতে পারে। তার সাথে ‍১০০ বার সচেতন বার্তা পৌঁছালে একবার হলেও ভাববেন আমার কথা।”

Leave a Reply