প্রীতম ভট্টাচার্য : সম্প্রতি কবি নাট্যকার গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬০তম জন্মদিবসে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করেছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী। সার্ধশতবর্ষ অতিক্রান্ত রাজ্যের অন্যতম প্রাচীন গ্রন্থাগার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর পরিচালন সমিতির পক্ষ থেকে প্রতিবছর এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। দ্বিজেন্দ্রলাল রায় হলেন কৃষ্ণনগরের ভূমিপুত্র এবং এবছর তাঁর ১৬০তম জন্মদিবস। তাই দ্বিজেন্দ্রলালের জন্মজয়ন্তীর সন্ধ্যায় লাইব্রেরী কর্তৃপক্ষ কবিকে বিশেষভাবে স্মরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছিল। প্রধান আলোচক ছিলেন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক সম্পদনারায়ণ ধর। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। স্বাগত ভাষণ রাখেন পরিচালন সমিতির সভাপতি সুবীর সিংহরায়।
এ দিনের অনুষ্ঠানটি হয় গ্রন্থাগারের মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে। সেখানে প্রতিষ্ঠিত দ্বিজেন্দ্রলালের মূর্তিতে মাল্যদান এবং সমবেত কন্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শহরের তিনজন বিশিষ্ট শিল্পী দীপঙ্কর দাস, লাভলী রায় এবং শঙ্খশুভ্র সরকার দ্বিজেন্দ্রলালের গান পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। আর দ্বিজেন্দ্রলালের কবিতা পাঠে ছিলেন দুজন শিক্ষার্থী কীর্তিকা ব্যানার্জি ও চান্দ্রেয়ী মুহুরি। অনুষ্ঠানের শেষে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক শিল্পী বিশ্বাস সেনগুপ্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে দ্বিজেন্দ্র স্মরণ প্রসঙ্গে পরিচালন সমিতির সদস্য দীপাঞ্জন দে বলেন “৪ঠা শ্রাবণ দিনটি আমাদের কাছে খুব গর্বের। দ্বিজেন্দ্রলাল রায়কে সম্মানের সহিত স্মরণ আমাদের দ্বায়িত্ব। আমরা সেই দায়িত্বই পালন করছি।”