নদীয়ায় পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার টাকার ! ১০ লক্ষ ৮০হাজার টাকা সহ গ্রেপ্তার এক ব্যক্তি

Social

মলয় দে নদীয়া:- নগদ ১০ লক্ষ আশি হাজার টাকা সহ এক ব্যক্তি গ্রেফতার ঘটনা নদীয়ার ভীমপুর থানার । পুলিশ সূত্রে জানা গেছে ভীমপুর থানার সামনে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ । এই সময় মোটরসাইকেল করে এক ব্যক্তি যাচ্ছিল কৃষ্ণগরের দিকে । পুলিশ নাকা চেকিং শুরু করতেই পুলিশের চক্ষু চরক গাছ । গাড়িতে সাজানো রয়েছে টাকার বান্ডিল । এরপর ওই ব্যক্তিকে ভীমপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কোন বৈধ কাগজ না থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে টাকা গোনার পর দেখা যায় মোট ১০ লক্ষ আশি হাজার টাকা রয়েছে । গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু জাহিদ মন্ডল বাড়ি চাপড়া থানার হাটখোলা গ্রামে ।

Leave a Reply