সোশ্যাল বার্তা : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । অন্যদিকে গরমে বেশিরভাগ ব্লাড ব্যাংকে রক্তের মজুতের পরিমাণ প্রায় শূন্য বললেই চলে । পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় রক্তদান শিবির চালিয়ে যাচ্ছে ।
আজ বুধবার নদীয়া জেলার লায়ন্স ক্লাব কৃষ্ণনগর সম্পর্কের উদ্যোগে এবং নবায়ন ক্লাবের ব্যবস্থাপনায় কৃষ্ণনগরের সিংহ দরজার মোড়ে সকাল ১০ টা থেকে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের গাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাকী কাজ কর্ম চলে একটু দূরে নবায়ন সংঘে । মোট ৪২ জন রক্তদাতা আজ এই শিবিরে রক্ত দান করেন ।
সরকারি নির্দেশ অনুযায়ী ভীড় যাতে না হয় তার জন্য কঠোর শৃঙ্খলার মধ্যে হয় এই রক্তদান শিবির । একযোগে বেশী ডোনার এবং লায়ন সদস্য যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখা হয় । রক্ত দাতার তালিকা দেখে ফোন করে ডেকে নেওয়া হয় রক্ত দেওয়ার জন্য ।
অনেক সদস্যের ইচ্ছে থাকলেও এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেননি । সংস্থাটির পক্ষ থেকে ভীড় এড়িয়ে চলার জন্যে আগের থেকেই প্রচার করা হয়।
রক্তদান শিবির সম্পর্কে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম লায়ন ডা: উৎপল চক্রবর্তী বলেন ” সারা বছর ধরেই চলে লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজ ও রক্তদান শিবির । লক ডাউনের ফলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের অভাব ঘটছে । সেই সমস্ত রোগীদের রক্তের জোগান দিতেই এই উদ্যোগ ।”