বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশকে সংবর্ধনা

Social

ওয়েব ডেস্ক : করণা যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন নিজেদের পরিবার পরিজন ছেড়ে যারা আইনশৃঙ্খলা রক্ষা ও  সাধারণ নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে ব্যস্ত সেই পুলিশ প্রশাসনের সংবর্ধনার আয়োজন করল বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস ।

গতকাল  সোমবার পুলিশদের পুষ্প বৃষ্টি , কপালে চন্দনের ফোটা এবং হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় ।

লকডাউনের ঘোষণা হওয়ার পর লকডাউনকে কার্যকর করা ও মানুষকে সচেতন করার জন্য পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখার্জীর নির্দেশে পুলিশকর্মীদের সম্বর্ধনা জানানো হয়েছে। বহরমপুর থানার আইসি সহ বিভিন্ন পুলিশ কর্মীদের ওপর পুষ্প বৃষ্টি করে কপালে চন্দনের ফোটা হাতে গোলাপ ফুল ও চকলেট দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে৷

Leave a Reply