মদন মাইতি: সাধারণ মানুষের সুবিধার্থে জেলা সদরের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নভেম্বর মাসের শেষের দিকে মা ক্যান্টিন খোলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চালু করা হলো মা ক্যান্টিন।
বৃহস্পতিবার সকালে এই ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের মহাকুমা শাসক বুদ্ধদেব পান, মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়,ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় সহ অন্যান্য কাউন্সিলর এবং হাসপাতালের ডাক্তার গণ। প্রতিদিন সকাল ন’টা থেকে দশটার মধ্যে ৫ টাকা দিয়ে কুপন সংগ্রহ করলে দুপুর একটার পর মিলবে ভাত,ডাল,সবজি ও ডিম। প্রথম পর্যায়ে প্রতিদিন ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বাড়ানোর ব্যবস্থা করা হবে এমনটাই জানান পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
৫ টাকায় দুপুরের এই খাওয়ার পাওয়ায় খুশি হাসপাতালে আসা রোগীর পরিবারের লোক থেকে সাধারণ মানুষজনেরা।