ভারত-বাংলাদেশ সীমান্তের জিরোপয়েন্টে প্রান্তিক মানুষের সাহায্যে বিধায়ক 

Social

মলয় দে নদীয়া : করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন । নদীয়া জেলার অধিকাংশ জায়গায়ই সীমান্তবর্তী এলাকা । সাধারণ মানুষের পরিচয় পত্র ভারতীয় হলেও সীমানা অনুযায়ী দুই দেশের অন্তর্বর্তী জিরো পয়েন্টে অবস্থান করে প্রায় ৭০০ পরিবার। সপ্তাহে একআধবার স্থানীয় দত্তপুলিয়া বাজারে বা অন্যত্র বেড়ানোর সুযোগ মেলে। ছাত্রছাত্রীদের পড়াশোনা ,কৃষি কাজ বা অন্য পেশার জন্য অবশ্য বেরোতে হয় প্রত্যহ , কিন্তু বিএসএফ চেকপোষ্টে ভোটের পরিচয় পত্র আধার কার্ড রেখে তবেই মেলে এই সুযোগ ! রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট ঝোর পাড়া গ্রামের প্রায় ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার।

এছাড়াও, বরণবেরিয়া, বাদাম তলা পাড়া এলাকার ১৫০০ পরিবারকে আমন্ত্রণ জানানো হয় বিনামূল্যের বাজারে। শুধু খাদ্যই সামগ্রী নয়, তৃতীয় দফার লকডাউন চলাকালীন সচেতনতার ত্রুটি নিয়ে আরো একবার সচেতন হওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে। তিনি আরো বলেন, “প্রয়োজনে আমার বিধানসভার মধ্যে যারা দু:স্থ পরিবার আছে। তাদের সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি প্রস্তুত আছি। সাধারণ মানুষের পাশে রাজ্য সরকার রয়েছে “।

Leave a Reply