দেবু সিংহ ,মালদা : এবার সরস্বতী পুজোর থিমে উঠে এলো এনআরসি। পূজামণ্ডপে বিভিন্ন মূর্তি ও মডেল দিয়ে এনআরসি নিয়ে দেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা ফুটিয়ে তুলল ভালুকা বাজারের ভারত সংঘ নামে একটি ক্লাব।
ক্লাবের সম্পাদক রাজু মহলদার জানালেন সম্প্রতি দেশে এনআরসি নিয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষ ভীতসন্ত্রস্ত। এনআরসির প্রভাবে বিক্ষোভের জেরে স্থানীয় ভালুকা স্টেশনে ভাঙচুর ঘটে। এই সমস্ত থিমের আদলে তুলে ধরা হয়েছে বারুদ সংঘের সরস্বতী পুজো প্যান্ডেল।
এই থিমের জন্য এলাকায় মানুষের মধ্যে প্রভাব পড়েছে। দর্শনার্থী আসছেন এই ক্লাবে পুজো দেখতে তার সাথে থিমটি নজর কাড়ছে এলাকাবাসীদের। সরস্বতী পূজা এমন থিম এলাকাবাসীদের প্রশংসা পেয়েছে।