নিউজ সোশ্যাল বার্তা: যে জগতে সভ্য সমাজের প্রবেশ নিষেধ , যেখানে সমাজের নারীরা অস্পৃশ্য তকমা নিয়ে সমাজে বেঁচে থাকে , যাদের সন্তানরা শিক্ষার আঙ্গিনা থেকে বঞ্চিত । সমাজ যাদের দিনের আলোয় অস্পৃশ্য বলে ঘৃণা করে আর রাতে অন্ধকারের অদৃশ্য আলোতে নিজেদের শরীরবৃত্তি চাহিদার মেটানোর মাধ্যম হিসেবে চিহ্নিত করে । ঠিক তাদের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস ।
প্রতিস্তরের সকল মানুষই সে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তই হোক কি প্রন্তিক মানুষেরা, নিজেদের দ্বারাই হোক কিংবা প্রশাসনিক সাহায্যের মাধ্যমে উপকৃত, সেটি খাদ্য সামগ্রী কখোনো বা স্বাস্থবিধী সংগ্রহ করার দ্বারা।
এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত শুধু মাত্র পতিতালয়ের সদস্যারা। চির অবহেলিত এই মানুষ গুলি বরাবর এর ন্যায় এই বিপদের সময় ও তথাকথিত সভ্য সমাজে র এই সকল সুবিধা থেকে বঞ্চিত।
হোয়াইট ঈগলস এর সদস্যরা এবং ব্যারাকপুর রোট্রাক্ট ক্লাব এর সহোযোগিতায় দুর্বার সমিতির হাত ধরে,এই সকল মানুষ গুলি কে সাহায্য করার এই প্রয়াস তাদের। সোনাগাছি’র পতিতালয়ের সদস্য দের জন্য ৫০০ টি মাস্ক ও ১০ লিটার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার উদ্যোগ নেয়। সামাজিক দূরত্বের এর কথা মাথায় রেখে কয়েক জন সদস্যরা গিয়ে গতকাল সেই সকল সরঞ্জাম এইসব নিপীড়িত মানুষের নিয়ে কাজ করা সংগঠন দুর্বার মহিলা সমিতির হাতে তুলে দিয়েছে, যা পরবর্তীতে ওই অঞ্চলের মানুষেরা সংগ্রহ করতে পারবেন।
এ প্রসঙ্গে হোয়াইট ঈগলস এর অন্যতম সদস্য শমীক গুপ্ত বলেন ” সমাজের এই বিপর্যস্ত পরিস্থিতিতে সমাজেরই সেই অন্ধকারে পরে থাকা মানুষগুলিকে ভুলি কেমন করে!! তাই সেই ভাবনা থেকেই আমাদের এই নব উদ্যোগ ‘আচ্ছাদন’। এই পরিস্থিতিতে আমরা সমাজের প্রতি টি মানুষের পাশে থাকার চেষ্টা করছি সবসময়ের মতন।