প্রতিরোধী টিবি রোগীদের মধ্যে অতিরিক্তি পুষ্টি প্রদান কর্মসূচী

Social

নিউজ সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ আটকাতে সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চলেছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সোশ্যাল ডিসটেন্স মেনে চলার পরামর্শ দিয়ে চলেছেন।

এবার সরকারের পাশে থেকে লক ডাউনের মধ্যেও প্রতিরোধী টিবি রোগীদের মধ্যে অতিরিক্তি পুষ্টি প্রদান কর্মসূচীতে সহযোগিতা করল নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তরের যক্ষা বিভাগ ।

আজ অঞ্জনা ঘোষ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নদীয়া জেলা যক্ষ্মা দপ্তরের সহযোগিতায় কৃষ্ণনগর হাইস্কুলের মুক্ত মঞ্চে প্রতিরোধী টিবি রোগীদের মধ্যে অতিরিক্তি পুষ্টি প্রদান কর্মসূচী স্বরূপ সামাজিক দূরত্ব মেনে চাল, ডাল,আটা, তেল সহ অন্যান্য খাদ্য দ্রব্য তুলে দিয়ে জেলার এই কর্মসূচির সূচনা করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যক্ষ্মা আধিকারিক মাননীয় ডা: শুভাশিস চন্দ মহাশয় সহ প্রীতম চন্দ (ডি পি সি ), দীপল রায় ও আব্দুল গফুর ( ডি পি পি এম সি), দীপ্তজ্যোতি মন্ডল, প্রণয় দত্ত ও অতনু হাজরা সহ দপ্তরের কর্মীবৃন্দ। এছাড়াও অঞ্জনা ঘোষ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের অধিকর্তা মাননীয় পীযূষ কান্তি ঘোষ সহ তার কর্মীবৃন্দ।

ভীড় এড়াতে ও সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলার জন্য কিছু সংখ্যক রোগীকে গাড়িতে করে নিয়ে আসা হয় এবং তাদের গাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । বাকিদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা ।

সবার পূর্ণ সহযোগিতায় নদীয়া জেলা ব্যাপী এই পুষ্টি প্রদান কর্মসূচীর আর্থিক দায়ভার নিয়েছে অঞ্জনা ঘোষ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট। সংস্থার পক্ষে মাননীয় পীযুষ বাবু বলেন “আমরা এভাবেই মানুষের পাশে থেকে আমাদের জেলা, রাজ্য তথা দেশ থেকে সরকার নির্ধারিত সময় সীমার মধ্যে টিবি রোগী খুঁজে বার করে তাদের চিকিৎসায় পূর্ণ সহযোগিতা করাই আমাদের কাজ, এই লক্ষ্য পূরণে আজ এই দুর্দিনে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন টিবি রোগীদের হাতে এই সামান্য পুষ্টিকর খাদ্য তুলে দিতে পেরে আমরা গর্ববোধ নয় সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দেবার চেষ্টা মাত্র।”

সূত্রের খবর অনুযায়ী, কৃষ্ণনগরের পাশাপাশি আগামীকাল করিমপুর ও পরশু গয়েশপুরে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

Leave a Reply