মলয় দে নদীয়া:- করনায় গৃহবন্দির অবসাদ! অর্থাভাব নাকি অন্য কিছু? লক ডাউনের ভেতর এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার রানাঘাট ২০ নং ওয়ার্ডের তালপুকুরপাড়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানাগেছে মৃত ওই ব্যক্তির নাম সতু গাঙ্গুলী। মাত্র ৩৩ বছর বয়সী এই আত্মঘাতী ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। সঠিক কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
অধিক রাতে বাড়ি ফেরার অভ্যাস ছিল। যথারীতি পরশু রাতেও কখন ফিরেছেন মা-বাবা জানেন না, গতকাল সকালে দরজা খুলছে না দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে দেখেন খাটের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছেন সতু গাঙ্গুলী। স্থানীয় থানার আই সি কে, বিষয়টি জানালে দমকল বিভাগের কর্মীরা এসে উদ্ধার করে দেহ। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।