ঈদের আগে প্রতিবন্ধীদের নতুন কাপড় দান করলেন এক শিক্ষক

Social

আমপানে বিপর্যস্ত গোটা রাজ্য। করোনা ভাইরাসের মাঝে এই দুর্যোগ গ্রাস করছে বাংলাকে। তবে এই দুঃসময়ে মানেষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক কর্তব্যই। তাই দাঁড়াচ্ছেনও অনেকে। এলাকার এক শিক্ষক বুলুবুল খান আমপানের দুর্যোগের দিনেও ঘরে বসে থাকেননি। ঝিরঝিরে বৃষ্টিতে ছাতা হাতে বেড়িয়ে পড়েন এলাকায়। জানা গিয়েছে, এদিন সুলতাননগর এলাকায় বেশ কিছু প্রতিবন্ধীদের চিহ্নিত করে তাদের বাড়ি গিয়ে নিজ হাতে নতুন পোশাক ও কিছু নগদ অর্থ তুলে দিয়েছেন বুলবুল বাবু। সামনে ঈদ, লকডাউনে কর্মহীন অনেকেই। তাই সাধ্য মতো দু:স্থদের চিহ্নিত করে ঈদের জন্য কিছু অর্থ ও পোশাক প্রদান করছি আমরা বলে জানিয়েছন বুলবুল।

উল্লেখ্য,লকডাউন শুরু থেকে কখনও নদী পেরিয়ে আবার কখনও ঝড় বৃষ্টিতে মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই শিক্ষক। নিজের এলাকা শুধু হরিশ্চন্দ্রপুর নয়, প্রতিবেশী এলাকা চাঁচলেও একটি দু:স্থ পরিবারকে সাহায্য করেছেন ওই শিক্ষক। ঈদের আগে পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে দুস্থদের বস্ত্রদান করা হবে বলে জানান শিক্ষক বুলবুল খান।

ঈদের আগে প্রতিবন্ধীদের নতুন কাপড় দান করলেন এক শিক্ষক

Leave a Reply