মলয় দে নদীয়া:-সরকারি নিষেধাজ্ঞা মেনেই গৃহ শিক্ষক ছাত্র-ছাত্রী সকলেই রয়েছেন গৃহবন্দী। আধুনিক প্রযুক্তিতে ভর করে জুম অ্যাপ, এ টু জেড,ওয়েবেকস , হোয়াটসঅ্যাপে বিভিন্ন চেষ্টা করলেও তা প্রয়োজনের নিরিখে যৎসামান্য মাত্র, কখনো নেটওয়ার্ক বা অন্যান্য সমস্যায় অসম্পূর্ণ থাকে।
সরকারী ভাবে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতেও অনলাইন ক্লাস হলেও সেটাও কতটা ফলপ্রসু হয়েছে সেটা সময়েই জানা যাবে । চলতি বছরের জানুয়ারীতে নতুন ক্লাসে ওঠার পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বন্ধ হয়েছে প্রতিটা বিদ্যালয়ের। আগামী আগস্ট মাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও দোরগোড়ায় । এরপরে চূড়ান্ত মূল্যায়ন ডিসেম্বরে কতটুকু সফল হবে ছাত্রছাত্রীরা?
যদি জাতীয় বিপর্যয় হিসেবে সকলকে নতুন ক্লাসে উঠিয়েও দেওয়া হয়, এ ঘাটতি কি পূরণ হবে কখনো? মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলিতে থাবা বসাবে করোনা।
তর্কের খাতিরে বলা যেতেই পারে, গৃহবন্দী বাবা-মা পড়াশোনার ব্যাপারে অন্য সময় থেকে এ সময় সচেতন হতে পারেন বেশি, কিন্তু তাতেও বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্নদের মত অনভ্যস্ত ছাত্র-ছাত্রী পড়াশোনার ক্ষেত্রে বাবা-মার থেকেও গৃহশিক্ষকদের কাছে পড়াশোনায় স্বাচ্ছন্দ্যবোধ করে, আবার প্রত্যেক অভিভাবক পড়ানোর উপযুক্ত হবেন এমন নয়।
এটাও ঠিক মারণ রোগের সংক্রমণ রুখতে সবচেয়ে সচেতন রাখতে হবে শিশু ও বৃদ্ধদের , তাই সবকিছু স্বাভাবিক হওয়ার পরেও শিশুদের বিদ্যালয়ে পাঠানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ।
পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি র নদীয়া জেলা শাখার ১৪ টি ইউনিটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে দরবার করা হয়েছে তাদের অর্থনৈতিক বিষয়টি অবহিত করার জন্য। জেলা সভাপতি মহকুমা শাসককের কাছে একটি লিখিত আবেদন জানান, রাজ্য সভাপতি স্বয়ং মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করেন বিষয়টি। গতকাল শান্তিপুরে নদীয়া জেলার সভাপতি নিমাই সাহা সম্পাদক নিলয় কান্তি দাস জানান “কতিপয় মানবিক দুই-একজন ন্যায় পরায়ন শিক্ষক ছাড়া বেশিরভাগ শিক্ষকই আইন পাস হওয়ার পরও বিদ্যালয় শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের নিজ গৃহেই শিক্ষকতা করে চলেছেন নিয়মিত। তাদের কাছে আরো একবার করজোড়ে নিবেদন এসময় অন্তত গভীরভাবে ভাবুন বিষয়টি।”
বিভিন্ন কোচিং সেন্টার, প্রাইভেট শিক্ষকরা মানবিক কারণেই এ দু’মাসের মাইনে দিতে পারছেন না তারা। তাই সমাজের অন্য সকল অংশের সহযোগিতার সাথে সরকারি সুযোগ-সুবিধা চাইছেন তারা।
ছবি: প্রতিলিপি (সংগৃহীত)