বিবাহবার্ষিকীর সঞ্চিত অর্থে প্রান্তিকদের সহযোগিতা আদিবাসীরা করালেন মালাবদল 

Social

মলয় দে নদীয়া :-এক দম্পতি, নিজেদের প্রথম বছরে বাৎসরিক বিবাহবার্ষিকী বাড়িতে পালন না করে তারা পৌঁছে গেলেন শান্তিপুর তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যে টাকা খরচা হত বাড়িতে, সেই টাকা দিয়েই এই প্রান্তিক রোজ খেটে খাওয়া মানুষগুলোকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা গেল।

তাদের শুধু খাদ্য সামগ্রী নয়, বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজন দুজনে মালা বদল করল ১০৮ বছর বয়সি বৃদ্ধার আশীর্বাদ নিয়ে। এই ধরনের নজিরবিহীন ঘটনা আজ দেখা গেল শান্তিপুরের মাটিতে। দম্পতি সুরজিৎ দাস, ও মাম্পি দাস, তার পরিবারের সাথে বেশ কিছুদিন ধরেই এই ধরনের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা জানায়, পরে সম্মতি মেলে, সুরজিৎ দাস শান্তিপুড়ের খুব পরিচিত দিশারি নামে একটি সংগঠনের সাথে যুক্ত আছে। তাদের ইচ্ছার কথা সংগঠন কেউ জানানো হয় তারপরই দিশারী পরিবার কে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ওই প্রান্তিক মানুষ গুলোর মধ্যে।

এই বিষয়ে সুরজিৎ দাস জানান, দীর্ঘ টানা ৪০ দিন ধরে লকডাউন চলছে যারা দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের একবেলা জুটছে না খাবার। তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই অভিনব চিন্তাভাবনা।

Leave a Reply