নিউজ সোশ্যাল বার্তা : প্রচেষ্টা প্রকল্প চালু করার দাবীতে জেলা কালেক্টটরেট অফিসের সামনে গতকাল নদীয়া জেলা সি,আই,টিউ- এর পথ প্রতিবাদ কর্মসূচি হয়ে গেল । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শ্রমিকদের লকডাউনের জন্য কাজ বন্ধ থাকার কারনে তাদের কে সরকারের পক্ষ থেকে ১০০০টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু সেই প্রকল্পের ফর্ম দেওয়া চালু হতেই জেলায় জেলায় মানুষের ভীড় বাড়তে থাকে। করোনার জন্য এই ভীড় বাড়াতে সরকার এই প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
শ্রমজীবি শ্রমিকদের পাশে দাঁড়াতে নদীয়া জেলা সিটু পুনরায় প্রচেষ্টা প্রকল্প চালু করা ও অনলাইনে করতে হবে দাবী রেখে গতকাল জেলা কালেক্টরেট অফিসের সামনে নিজেদের মধ্যে দুরত্ব বজায় রেখে সরকারের কাছে তাদের প্রস্তাব রাখেন।নদীয়া জেলা সি,আই, টিউ – র সম্পাদক এস,এম, সাদী র নেতৃত্বে এই প্রতিবাদ সভা হয় কৃষ্ণনগরে।