মলয় দে,নদীয়া : তথ্য বলছে ১৯৮৯ সালের ২৬শে জুন দিনটি ক্যালন্ডারে চিহ্নিত করন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসাবে । আর এই দিনকেই আরো কার্যকরী করতে নদীয়ার রানাঘাটের ওল্ড বহরমপুর রোডে আয়োজন করা হয়েছিল মাদক বিরোধী সতর্কতামূলক এক বিশেষ মঞ্চ রানাঘাটের রক্ষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জী । বিধায়ক প্রার্থী সারথি চ্যাটার্জী জানান আজকের দিনে এই অনুষ্ঠান বিশেষ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ । কারণ হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী এই মাদকের ফাঁদে পড়ে খুব কম বয়শেই তাদের জীবন বিপন্ন করে ফেলছেন । তাই তো বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন তাদের সচেতনতার ।