ধীমান ভট্টাচার্য্য, কালীনারায়ণপুর: গতকাল নদীয়া জেলার রানাঘাট ১নং ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর অঞ্চলের কালীনারায়ণপুর ৮৭/১৮৪ উত্তরপাড়া বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয় ৩০০ বেশি পরিবারকে। বুথের কর্মী-নেতৃত্বরা নিজেরা অর্থ ও কিছু খাদ্য সামগ্রী দিয়ে এই ত্রানের ব্যবস্থা করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন অঞ্চল প্রধান দীপা দাসও।
এদিন বিকালে উত্তরপাড়া মোড় থেকে খাদ্য সামগ্রী স্বরুপ চাল, ডাল, সোয়াবিন, আলু, তেল ,হলুদ ও ডিম বিতরণ করা হয়। এদিন রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষের হাত দিয়ে শুরু হয় দুঃস্থ ও নিন্মমধ্যবিত মানুষদের ত্রান তুলে দেয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা দাস, পঞ্চায়েত সদস্যা প্রনতি মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি কাজল চক্রবর্তী, ব্লক তৃণমূলের সহ সভাপতি ধীরাজ ভট্টাচার্য্য, ব্লক টিএমসিপি সভাপতি জানকী দাস, জেলানেতা স্বপন ভৌমিক, ব্লকনেতা রাখাল ঘোষ সহ শিক্ষক গৌতম সরকার, অজয় ভৌমিক, তাপস সরকার, সমরেন্দ্র বোস, ভজন ঘোষ,নৃপেন ভট্টাচার্য ও বুথ সভাপতি বিশ্বনাথ মন্ডল সহ অনেকে।
তাপস কুমার ঘোষ বলেন, “বাংলার মানুষের পাশে আমাদের নেত্রী সব সময় থাকেন। তার আদর্শে আমরাও মানুষের পাশে এই মহামারীর সময় দারাতে চেষ্টা করছি।”
চিত্রগ্রহণে : সমীর গোস্বামী