মলয় দে নদীয়া:- নবদ্বীপ কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, কেন্দ্রীয় সরকার প্রদত্ত রেশন দেওয়ার অভিযোগে সরব হয়েছেন বেশ কিছুদিন। স্বাস্থ্য, প্রশাসন, খাদ্য সরবরাহ প্রতিটা ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে রাজ্য সরকার , এমনটাই অভিযোগ করেন তিনি। তাই আগামীতে নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এমনটাই বিশ্বাস করেন সাংসদ। আগামীতে গৃহবন্দী প্রত্যেক পরিবারে খাবার পৌঁছাতে চান তিনি। তার কথা অনুযায়ী মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ না করে, প্রয়োজনীয় ওষুধপত্র , ব্যাংকিং সার্ভিস পৌঁছে না দিয়ে লকডাউনের সাফল্য কামনা করা উচিত নয়।
তাই এখন থেকেই , তিনি প্রতিটা গ্রামের ক্লাব, স্বেচ্ছাসেবক, সমাজকর্মীদের উপর বেশি ভরসা রাখবেন। কারণ হিসেবে তিনি বলেন গরীবের খাবার তাদের হাতে পৌঁছালে নিজেরাই বন্টন করবে সমভাবে, কারণ তারা প্রত্যেকেই গরিব। অভাবে জ্বালাটা তাদের প্রত্যেকেই এক। আজ নদীয়া জেলার আরবান্দি ওয়ান গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বড় জিয়াকুর আড়পাড়া গ্রামে এ ধরনের প্রায় ৪০০টি পরিবারের রান্নার সমস্ত রকম কাজে একদম সাদামাটা ঘরোয়া রূপেই সাংসদকে দেখা গেল কাজ করতে।