“একদিন তো মরেই যাবো” গৃহবন্দী থেকে শান্তিপুরের এক ব্যবসায়ীর ফিরেছে মানবিকতা

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুরের রামকানাই গোস্বামী স্ট্রীট এর বাসিন্দা তারক নাগ পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী।লকডাউন এর জেরে সমস্ত গণপরিবহন মাধ্যম বন্ধ হওয়ায় গৃহবন্দি হয়েছেন, ব্যবসা নিয়েই।

এতদিন ট্রান্সপোর্টের ব্যবসায় ফুরসত মেলেনি সমাজের কথা ভাবার, আমার কি সময় দিতে পারেননি পরিবারকেও। দীর্ঘ এক মাস বন্দী থাকার পর বেড়েছে চেতনা, জেগেছে আত্ম মূল্যায়ন। বুঝেছেন এ পৃথিবীতে জীব সেবাই শিব সেবা।অর্থ খুব জরুরী বিষয় ঠিকই কিন্তু তার পেছনে ছুটে, পরিবার বা সমাজের প্রতি দায়বদ্ধতা এড়ানো অনর্থক।

এর আগেও শান্তিপুর নবজাগরণ ,দিশারী সংস্থার হাতে দেড়শ জনের খাবার তুলে দিয়েছিলেন। আজ প্রতিবন্ধন নামক বিশেষ চাহিদা সম্পন্ন সংস্থার হাতে ৫০ জনের খাবার তুলে দিলেন। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড়ানোর জন্য, প্রান্তিক বিশেষ চাহিদা সম্পন্ন দের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রদেয় সংস্থার হাতেই দায়িত্ব দিলেন তারক বাবু।

সকাল থেকেই, ঘরোয়া অনুষ্ঠান মনে করে, পরিবারের সকল সদস্য হাত লাগিয়েছেন রান্নার যাবতীয় কাজকর্মে। এভাবে মাঝেমধ্যে প্রান্তিক মানুষদের পাশে থাকার আনন্দ উপলব্ধি করায় আগামীতেও তাদের পাশে থাকার কথা জানান তিনি।

Leave a Reply