দেবু সিংহ মালদা;২৩ এপ্রিল: স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উদ্যোগে ত্রাণ পৌঁছে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার দুর্গম অঞ্চল উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া , কাওয়াদল, রশিদপুর মিরপাড়া প্রভৃতি অঞ্চলে। এই এলাকায় নৌকোয় করে ত্রাণ নিয়ে পৌঁছে যান এলাকার প্রাথমিক শিক্ষক বুলবুল খান। সঙ্গে ছিলেন স্থানীয় সমাজসেবী আশরাফুল হক, স্বপন যাদব প্রমূখ। এদিন বুলবুল বাবুর উদ্যোগে ওই সমস্ত এলাকার প্রায় ২০০ জনের হাতে চাল আলু ডাল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ হাতে পেয়ে খুশি এলাকার সাদিয়া মন্ডল ফুল্লি মন্ডল রা। তারা জানালেন তাদের বাড়ি নদীর পাড়ে। লক ডাউন এর পর থেকে তারা পায় অনাহারে দিন কাটাচ্ছিলেন। প্রশাসনের তরফ থেকে কোন সাহায্য পাওয়া যায়নি। আজ প্রথম এলাকার এক শিক্ষক নৌকা করে এসে তাদের ত্রাণ পৌঁছে দিলেন।
এ প্রসঙ্গে স্থানীয় দক্ষিণ মুকুন্দপুর প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক বুলবুল খান জানালেন আমি নিজের সামর্থ্য মত এলাকার বিভিন্ন গরীব-দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। লকডাউন এর জেরেই অনেক গরিব মানুষ অসুবিধায় পড়েছে। যতটা পারছি যৎসামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আজ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দুর্গম অঞ্চল রশিদপুর মিরপাড়া উত্তর ভাকুরিয়া প্রভৃতি অঞ্চলে এসেছিলাম সেখানে কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।