গানে গানে বাউল শিল্পীর অভিনব প্রচার,

Social

মলয় দে নদীয়া :-রাজ্য সহ জেলার বিভিন্ন প্রান্তে লক ডাউনে মানুষকে ঘরে থাকার বার্তা দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। কোথাও করোনা ভাইরাসের প্রতিরূপ হিসাবে নানা মডেল তৈরি করে তা সকলের সামনে উপস্থাপন করা হচ্ছে আবার কোথাও মানুষকে ভয় দেখানোর জন্য পথে যমরাজ কেউ নামানো হচ্ছে, কখনো তা দেখতে জমছে ভীড়, উঠছে বিধি লংঘনের অভিযোগ, বাড়ছে বিতর্ক। তাই সে কথা মাথায় রেখেই, সম্পূর্ণ একক ভাবে আজ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় আরো একটি অভিনব পদ্ধতিতে গ্রাম্য মানুষদের করোনা বিষয়ে সচেতন করার জন্য উপস্থাপন করা হল বাউলগানের।

আয়োজক কমিটির মতে বাউল গান গ্রাম্য মানুষদের কাছে অত্যন্ত পছন্দের তা তারা মনোযোগ সহকারে শোনে তাই এই পদ্ধতিতে প্রচার করলে মানুষ সচেতন হবে। চারিদিকে দরজা-জানলা বন্ধ লকডাউন এর জেরে। দূরের মেঠোপথে ভেসে আসছে করনা সম্পর্কিত সতর্কতাঃ বাণী সুরের ছোঁয়ায়।

Leave a Reply