মুর্শিদাবাদ জেলার অনেক জায়গাতেই জলমগ্ন ।এই জলমগ্ন এলাকার সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত ৭ই অক্টোবর সোমবার জলঙ্গি ব্লকের বন্যা কবলিত এলাকা ঘোষপাড়া অঞ্চলের পরাশপুর, উদয়নগর,ফরাজিপারা উত্তর সহ বিভিন্ন গ্রাম ও ত্রাণ শিবিরে হাজির হন মাননীয় সাংসদ আবু তাহের খান। মাননীয় সাংসদ বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে থেকে তাদের কি কি সমস্যা- সেই বিষয়গুলি মনোযোগ দিয়ে শোনেন।
(সৌজন্যে: ফেসবুক )
সাংসদকে কাছে পেয়ে তাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা জানান গ্রামবাসী বৃন্দ । মাননীয় সাংসদ আবু তাহের খান সাহেব আশ্বাস দেন তাদের দাবি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি ।গতকাল মুর্শিদাবাদ কেন্দ্রের মাননীয় সাংসদ আবু তাহের খান বন্যা দুর্গতদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন- চাল,বস্ত্র,ত্রিপল, এমন কি প্রয়োজনীয় ওষুধপত্র সহ হাজির হন ওই বন্যা কবলিত এলাকায়। ত্রাণ শিবির ও বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হয় সাংসদের নেতৃত্বে। বিপদের দিনে সবার সঙ্গে থেকে এভাবে কাজ করার জন্য মাননীয় সাংসদ আবু তাহের খানের প্রশংসা করেন গ্রামবাসী বৃন্দ।