মলয় দে, নদীয়া :পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চাল ও আলু দিচ্ছে । আইসিডিএস সেন্টারের চাল ও আলুর পাশাপাশি দেওয়া হচ্ছে ডালও । বিগত দু’দিনে বিভিন্ন আইসিডিএস প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল ওজন সংক্রান্ত নানা অভিযোগ প্রকাশ্যে আসে সংবাদমাধ্যমে। আজও তার ব্যতিক্রম হল না শান্তিপুর পৌরসভা এলাকার ঢাকা পাড়া আইসিডিএস কেন্দ্রে পড়ুয়ার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় খাবার।খাবার বিতরণ শুরু হতেই বিক্ষোভ আইসিডিএস এর শিক্ষিকাকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ সঠিক পরিমাণ দেওয়া হচ্ছে না চাল। এছাড়া সরকারি নির্দেশিকা থাকলেও মিলছেনা ডাল। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে স্থানীয়দের তৎপরতায় নিয়ে আসা হয় কম্পিউটার চালিত ওজন যন্ত্র এরপরই শুরু হয় সঠিক পরিমাণ খাদ্য বিতরণ।
ডাল দেওয়ার বিষয়ে শিক্ষিকা জানান সঠিক সময়ে ডাল না এসে পৌঁছানোই আজ দেওয়া হয় নি। আগামী কাল থেকে ছাত্র-ছাত্রী অভিভাবক দের দেওয়া হবে ডাল ।