মলয় দে নদীয়া:-করোনা ভাইরাসের জেরে লোকডাউন চলছে নদীয়ার শিমুরালি সহ সারা ভারত বর্ষে। শিমুরালির ঐতিহ্য পান এক সময় ভীষণ চাহিদা ছিল সে রাস পান বা ঝাল পান ও মিঠা পান যাই হোক না কেন । এখানে অনেকেই নিজের জমিতে আবার কেউ কেউ জমি লিজ নিয়ে এই পান চাষ করেন। একদিকে পুকুর ভরাটের কারনে জলসেচের অভাবে অনেক পান বরজ উঠে যায়। যে টুকু পান বরজ বেঁচে আছে করোনা ভাইরাসের কারনে লকডাউন বরজের কাজ জানা দিন মজুররা ভয়েতে কাজে আসছে না ফলে বরজের ভিতরে আগাছা জমে পানের পিলি গুলি নষ্ট হয়ে যাচ্ছে। পানের চাহিদা আছে লকডাউনের কারনে পাইকার রা আসছে না বরজের পান বরজেই নষ্ট হয়ে যাচ্ছে।