মলয় দে নদীয়া :-বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে নদীয়ার শান্তিপুরের এক সামাজিক সংগঠনের অভিনব কর্মসূচি গ্রহণ করলো। শনিবার বিকেলে শান্তিপুর বাগআঁচড়া এলাকায় বলাকা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাল্যবিবাহ রুখতে এবং নারী পাচার রুখতে এলাকার মহিলা থেকে শুরু করে যুবতীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
এই সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন শান্তিপুর থানার একাধিক পুলিশ আধিকারিক, নদিয়া চাইল্ড লাইনের একাধিক কর্মী। এছাড়া উপস্থিত ছিলেন বলাকা সংস্কৃতি মঞ্চের একাধিক সদস্য সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার এক অন্যতম আধিকারিক উদয়ন মুখোপাধ্যায়। যদিও এই সচেতনতামূলক সভায় এলাকার প্রচুর সংখ্যক মহিলা থেকে যুবতীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই সচেতনতামূলক সভা থেকে বার্তা দেওয়া হয়, মেয়েদের বাল্যবিবাহ দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও নারী পাচার সম্পর্কেও অবগত করা হয় প্রত্যেককে।