মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রানাঘাট কলেজের দান ২২ লাখ ও সাহায্যে এগিয়ে এলেন  জনপ্রতিনিধিরা

Social

মলয় দে নদীয়া:-গত ১লা এপ্রিল শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য সভাপতি রিনা প্রামানিক, সহ-সভাপতি মনিকা সরকার বিভিন্ন কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান ও মেম্বারদের সম্মিলিত সংগৃহীত অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী তহবিলে দু লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করেন, তারও কিছুদিন আগে শান্তিপুর পৌরসভার মধ্যে একমাত্র ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ এককভাবে দেড় লক্ষ টাকা মুখ্যমন্ত্রী তহবিলে দান করেন।

পরশু রানাঘাট কলেজের পক্ষ থেকে পরিচালন কমিটির  সভাপতি জ্যোতি প্রকাশ ঘোষ ২২লাখ টাকা রানাঘাট মহকুমা শাসকের হাত দিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন।

গতকাল রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, সাথী পঞ্চায়েত প্রধান, কর্মাধ্যক্ষ এক মাসের ভাতা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যক্তিগত ৬০ হাজার টাকা, কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং দুজন ব্যবসায়ীদের সম্মিলিত অর্থ ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

Leave a Reply