ওয়েব ডেস্ক: বেলুড় মঠে আগেই পা পড়েছিল মহারাজের এগিয়ে এসেছেন সাহায্যের জন্য । এবার ইসকনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিদিন ইসকন এই কঠিন পরিস্থিতিতেও ১০ হাজার দরিদ্রকে খাবার বিতরণ করে থাকে। তবে সৌরভের সাহায্যের পর সেই সংখ্যা এবার ২০ হাজারে পৌঁছে গেল।
বোর্ডের বর্তমান সভাপতি এদিন শনিবার মাস্ক, গ্লাভস পরে শহরের ইসকন সেন্টারে হাজির হয়েছিলেন। সেখানেই নিজের সাহায্যের কথা জানান তিনি।
A big thank you to Shri #SouravGanguly ji for donating to support food for 10,000 people daily here in Kolkata. Under his captaincy, the monks of ISKCON are confident to fight the battle of hunger for many families. This is the best innings played by Dada.Thank you pic.twitter.com/7k5AE3vKKF
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) April 4, 2020
ইসকনের মুখপাত্র ও সহ সভাপতি রাধারমণ দাস এদিন বলেন, “ইসকন থেকে প্রতিদিন আমরা ১০ হাজার লোকের খাওয়ার বন্দোবস্ত করি। এবার আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ দা। এর ফলে আমরা ২০ হাজার লোকের মুখে অন্ন তুলে দিতে সমর্থ হব।”
রাধারমণ দাস পরে বলেন, “আমি দাদার ক্রিকেটের বড় ভক্ত। টিভিতে ওঁর অনেক ইনিংস দেখেছি। তবে প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ইনিংসটা সেরা।”
জানা গিয়েছে গোটা দেশে ইসকনের তরফ থেকে প্রতিদিন ৪ লক্ষ মানুষকে খাবার দেওয়া হচ্ছে।