ব্লাড ব্যাংকের রক্তাল্পতা মেটাতে রক্তার্পণে সামিল এলাকার বাসিন্দারা 

Social

মলয় দে নদীয়া :-সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । সাধারণত গ্রীষ্মকালে রক্তের জন্য হাহাকার দেখা যায় রাজ্যে। এ সময়ে রক্তশূন্য অবস্থা রাজ্যের ব্লাডব্যাঙ্কগুলিতেও।

এমন পরিস্থিতিতে জরুরিকালীন রক্তের প্রয়োজনে যাতে রোগীর পরিবার নিরাশ না হয় তার জন্য আজ নদীয়া জেলার রানাঘাট মহকুমা হাসপাতালে রানাঘাট নম্বর ২নং ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দারা রক্ত দান করতে এগিয়ে এলেন ।

মোট ১৫ জন রক্ত দিতে আগ্রহী হলেও ১১ জন রক্ত দিতে সক্ষম হন । উদ্যোক্তাদের মধ্যে একজন বলেন – লগ ডাউন এর জন্য রক্ত দান শিবির অনুষ্টিত হচ্ছে না ফলে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। রক্ত সংকটের কথা মাথায় রেখে তাই হাসপাতালে গিয়ে রক্ত দান করলেন রক্ত দাতারা।

Leave a Reply