ভাঙারাসে মাথায় হাত ! টোটো, মোবাইল চুরির অভিযোগ জানাতে লম্বা লাইন থানায় 

Social

মলয় দে নদীয়া :-২০১৯ সালে নদীয়ার শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তিলিপাড়ার ষাটোর্ধ্ব কাজল পাল, মেয়ের পড়াশুনা এবং খরচ যোগাতে বেছে নিয়েছিলেন টোটো চালানোর পথ। সংবাদ শিরোনামে উঠে এসেছিলো সে খবর।

গতকাল ভাঙা রাসে বহিরাগতদের সাথে শান্তিপুরের প্রধান রাজপথে শোভাযাত্রা দেখতে উপস্থিত ছিলেন শান্তিপুরের বেশিরভাগ নাগরিক।
তবে কাজল দেবী তার বাড়ির মধ্যে টোটো ঢোকানোর স্থানাভাবে, গলির মধ্যেই তালা চাবি দিয়ে টোটো চার্জে বসিয়ে রাখেন রাত্রি দশটা নাগাদ। রাত সাড়ে বারোটা নাগাদ, স্বভাবসিদ্ধভাবেই তিনি দেখতে এসে দেখেন টোটো বাধা লোহারচেন কাটা অবস্থায় পড়ে রয়েছে, উধাও টোটো।

পুলিশ প্রশাসন সকলেই ব্যস্ত ছিলেন শোভাযাত্রা নিয়ে, তাই তিনি গতকাল রাতে বিষয়টি শান্তিপুর থানায় ফোনে জানালেও পুলিশ প্রশাসন আজ এসে খতিয়ে দেখে যান। কিছুটা দূরেই শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের বাড়ির সিসি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে আশ্বাস দিয়েছেন শান্তিপুর থানার পুলিশ।

আজ সকাল থেকেই শান্তিপুর থানায় লম্বা লাইন, সূত্রে জানা যায় ৮৭ জনের মোবাইল গতকাল শান্তিপুর কাশ্যপপাড়া মোড় থেকে ডাকঘরের মধ্যে চুরি গেছে। প্রায় প্রত্যেকের চুরির ধরন প্রায় একই রকম। পাঁচ ছয় জন যুবক সাথে দুজন মহিলা, এগিয়ে আসা যেকোনো বারোয়ারির সঙ্গে নাচতে শুরু করে দিচ্ছেন, যার মোবাইল নেবে মনে করছে তাকে ঘিরে।
এর আগেও, একাধিকবার হারিয়ে যাওয়া মোবাইল রানাঘাট জেলা পুলিশ উদ্ধার করে হাতে তুলে দিয়েছে গ্রাহকদের।তাই তারা প্রশাসনের উপরে আশাবাদী তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার বিষয়ে।

Leave a Reply