ধীমান ভট্টাচার্য্য,রানাঘাট : বর্তমান করোনা ভয়াবহ পরিস্থিতির উপর লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকারের যে লড়াই চলছে সাধারণ মানুষকে রক্ষার তাগিদে প্রচুর অর্থের প্রয়োজন | সেই লড়াই কে কুর্নিশ জানিয়ে রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষের আহবানে সেই অর্থ যোগানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যারা |
প্রত্যেক সদস্য সদস্যরা অর্থ সংগ্রহ করে, সেই অর্থ রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে গতকাল করোনা মোকাবিলায় রাজ্য বাসির সহযোগিতার জন্য প্রদান করা হয়| সদস্যরা সভাপতি তাপস কুমার ঘোষের মাধ্যমে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা করোনা মোকাবিলায় তুলে দেওয়া হয় রাজ্য সরকারের রিলিফ ফান্ড এর একাউন্টে।
এই প্রসঙ্গে তাপস ঘোষ বলেম, “আমাদের পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যারা একটি পরিবারের মতন থাকি। এই পরিবারের তরফ থেকে রাজ্য সরকারের করোনা মোকাবিলায় আমাদের সামান্য প্রয়াস”।