নদীয়ায় আজ থেকেই রাসের সূচনা ! 

Social

মলয় দে নদীয়া :-জগত বিখ্যাত নদিয়ার শান্তিপুরের রাস আগামী ২৭ থেকে ২৯ শে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। তবে শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি এবং কাশ্যপ পাড়া সন্তোষী মাতা পুজা কমিটি সহ আরো বেশ কয়েকটি পুজো রাস উপলক্ষে আজই শুরু হয়েছে। অর্থাৎ রাসের সূচনা হলো আজ থেকে।

শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় এবার তাদের পুজো ৪৯ তম বর্ষে পদার্পণ করেছে। আজ ভোগ সহ মূল পুজো অনুষ্ঠিত হলেও আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে নিত্য পুজো। তবে মন্ডপ সজ্জা এবং আলোকসজ্জার থেকেও তারা গুরুত্ব দেন শুভযাত্রার উপর। কারণ ভাঙ্গারাসের শোভাযাত্রা বহিরাগত লক্ষ লক্ষ বহিরাগত দর্শনার্থী শান্তিপুরে আসেন দেখতে।

অন্যদিকে কাশ্যপ পাড়া সন্তোষী মাতা পূজা কমিটি, এবার তাদের পুজো ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে। বাঁশ পাটের চট দিয়ে বৌদ্ধ মন্দির নির্মাণ করতে চলেছেন তারা। প্রায় ৩০০ মিটার লম্বা রাস্তা তারা পাহাড়ি পরিবেশে বুদ্ধদেবের ধর্মীয় বিভিন্ন পরিবেশ সৃষ্টি করতে চলেছেন। মহিলারা জানাচ্ছেন দুর্গা পুজো কালীপুজো অবশেষে রাস উপলক্ষে সন্তোষী মাতার পুজো, তারা সবেতেই স্বাধীনভাবে অংশগ্রহণ করেন। সমগ্র পাড়ার মানুষজন এই কদিন একসাথে বৃহৎ পরিবারে পরিণত হয়।

Leave a Reply