প্রান্তিক মানুষের জন্য খাদ্যদ্রব্য নিয়ে রাস্তায় বিধায়ক সমীর কুমার পোদ্দার

Social

নিউজ সোশ্যাল বার্তা : করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । এর এই লকডাউন পরিস্থিতিতে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অসহায় খেটে খাওয়া মানুষ ও অসংগঠিত শ্রমিকদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার মহাশয়।

অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ, পরিবহন শ্রমিক, শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, কর্মসূত্রে বিদেশে আটকে পড়ায় একমাত্র উপার্জনের পরিবার সহ নানা অসুস্থ রোগীদের ও বিতরণ করা হয় খাদ্য সামগ্রী । গত দুই দিন ধরে ৮৯নং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৮০ টি বুথ থেকেই তালিকা তৈরি করা হয় । নিজ নিজ এলাকার নেতৃত্বদের মাধ্যমে দলমত নির্বিশেষে একমাত্র যাদের প্রয়োজন তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন  বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার। বিধায়কের ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।

এই প্রসঙ্গে বিধায়ক সমীর কুমার পোদ্দার বলেন “অনেকে খেটে খাওয়া মানুষ ঘরে বসে লকডাউন পালন করছেন । অনেকেরই খাওয়ার কিছু নেই তাই আমার বিধানসভা কেন্দ্রে পর্যায়ক্রমে সব এলাকায় খাদ্যদ্রব্য বিতরনের সিদ্ধান্ত নিয়েছি । সকালে দত্তপুলিয়া দিয়ে শুরু হয়েছে । বতর্মান হিজুলীতে দেওয়া হচ্ছে ।আগামী ২ – ৩ দিন এর মধ্যে অধিকাংশ জায়গায় আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারব এটাই আশা রাখি” ।

Leave a Reply