দেবু সিংহ,মালদা : লকডাউনকে উপেক্ষা করে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাজারে থিক থিক করছে মানুষের ভিড়।
সামাজিক দূরত্বের গন্ডি কাটা থাকলেও নিয়ম মানছেন না কোনো ক্রেতা। পুলিশের সামনেই হাজার হাজার মানুষের ভিড় রথবাড়ি বাজারে।
করোনা মোকাবিলায় কয়েকদিন ধরে শুরু হয়েছিল। মানুষের ভিড় উপেক্ষা করতে জেলা প্রশাসন রাজবাড়ী বাজার অন্যত্র সরিয়ে দেয়। বাজার বসানো হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি রাস্তায়। মানুষের ভিড় যাতে কম হয় তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাদা চুন দিয়ে গন্ডি কেটে দেওয়া হয়।
কিন্তু রবিবার সকাল থেকে লোকজনকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ একসাথে বাজারে ভিড় জমান। পুলিশ মোতায়েন থাকলেও পুলিশের সামনেই চলে কেনাকাটা। সামাজিক দূরত্বের গণ্ডিতে না দাঁড়িয়ে কেনাকাটা করেন হাজার হাজার ক্রেতা।
ক্রেতারা জানিয়েছেন সচেতনতার অভাব রয়েছে বলেই কিছু মানুষ নিয়ম না মেনে বাজার করছেন।
পুলিশ জানিয়েছে মানুষকে সচেতন করার চেষ্টা করলেও তারা নিয়ম না মেনেই বাজার করছেন, মানছেন না সামাজিক দূরত্ব।