পুরুলিয়া জেলার বুকে প্রথমবার “বিনা পয়সার বাজার” শুরু হলো আদ্রায়। “দি ফ্রিথিঙ্কিং হিউম্যানিষ্টস্” নামে মানবাধিকার সংগঠন এই বাজারের উদ্যোক্তা। গত ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে “বিনা পয়সার বাজার” এর শুভ সূচনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আবু সুফিয়ান সাহেব।
উৎসবের দিনগুলিতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এই বাজার। এখানে ছোটো-বড় সবার জন্য বিনা পয়সায় জামাকাপড় দেওয়া হচ্ছে। সংগঠনের উদ্যোক্তা সত্যজিৎ চ্যাটার্জীর কথায় “আমাদের প্রায় ২৫ জন কর্মী বাড়ি বাড়ি ঘুরে প্রাথমিকভাবে প্রায় ৬০০ জামাকাপড় সংগ্রহ করে। গতকাল অর্থাৎ ০২-১০-২০১৯ তারিখে বাজার শুরু হতেই সাধারণ মানুষ এসে স্টলে জামা- কাপড় দিয়ে যাচ্ছেন”। রোজ রাতে স্টলে থাকবেন সংগঠনের মহিলা সদস্যরা। উৎসবের দিনগুলিতে সবার মুখে হাসি ফুটিয়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য । এই কাজে মানুষ এগিয়ে আসুক এটাই সংস্থার আবেদন।সকাল ১০টা থেকে দ্য ফ্রিথিঙ্কিং হিউম্যানিস্টসের আদ্রা শাখায় সত্যজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিনা পয়সায় দুঃস্থ, গরিবদের বস্ত্র বিতরণ করা হয়।