সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Social

দেবু সিংহ, মালদা : পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও উপভোক্তা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে মালদা জেলা সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে।

এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মৌসম নূর, বিধায়ক সমর মুখার্জি, সাবিনা ইয়াসমিন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য অতিথিরা।

মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি ও প্রদর্শনী করেন মেলা প্রাঙ্গণে। এছাড়া মুখোরোচক খাওয়ার বিক্রি করেন তারা। ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে।

বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী  সাধন পাণ্ডে বলেন, আজকে প্রায় ৯০ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত। তা দেড় কোটিতে নিয়ে যেতে হবে। বর্তমানে প্রায় ৪০ লক্ষ গ্রুপ রয়েছে।সেখান থেকে এক কোটি গ্রুপ তৈরি করতে হবে। মহিলারা স্বনির্ভর হলে সংসার সুখী হয়।
বেকার যুবক-যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে দপ্তরের পক্ষ থেকে বলেও জানান মন্ত্রী সাধন পান্ডে।

Leave a Reply