দেবু সিংহ : করোনা ভাইরাস এর আতঙ্কের জেরে জনজীবন স্তব্ধ হতে চলেছে। তখনই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর রুটি ব্যাংকের উদ্যোগে গরীব দুঃস্থ মানুষদের হাতে প্রাথমিক সুরক্ষা হিসাবে মাস্ক ও সাবান তুলে দিল এই সংগঠনের কর্মীরা। রুটি ও তরকারি বিতরণের পাশাপাশি আজ প্রায় একশো কুড়ি জন দুঃস্থ মানুষদের হাতে মাস্ক ও সাবান তুলে দেওয়া হয়।
পাশাপাশি হরিশ্চন্দ্রপুর টোটো চালকদের হাতেও প্রাথমিক সুরক্ষার জন্য মাস্ক প্রদান করে জানালেন রুটি ব্যাংক এর সদস্য দীপক জৈন,দেবলীনা মিশ্র,রানা রাজি।
এদিন হাতে হাতে রুটি তরকারি সাথে মাস্ক ও সাবান পেয়ে আপ্লুত এলাকার দু:স্থ গরিব মানুষরা। করোনা ভাইরাস সম্পর্কে খবরে টিভিতে শুনেছেন কিন্তু আজ রুটি ব্যাংক এর সদস্যরা তাদের হাতে প্রাথমিক সুরক্ষা হিসাবে বিভিন্ন জিনিসপত্র তুলে দিল। আজ থেকে তারা বাইরে বেরোলেই মাস্ক পরে বের হতে পারবেন যা অনেকের ইচ্ছা থাকলেও আর্থিক কারনে কিনতে পারছেন না এমনটাই জানালেন প্রতিদিন রুটি ব্যাংকে রুটি নিতে আসা মাধবী দাস, তুলি মহলদাররা।
তবে মাস্ক পরার ক্ষেত্রে বা কোন কোন মাস্ক ভাইরাস আটকানোর ক্ষেত্রে কার্যকরী সে বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নিয়মগুলো মেনে চলা উচিত বলে মনে করেন দু-একজন প্রত্যক্ষদর্শী ।