সিপিআইএম দলের শান্তিপুর এরিয়া কমিটির উদ্যোগে রক্তদান শিবির

Social

মলয় দে নদীয়া:-গ্রীষ্মের প্রাদুর্ভাবে সরকারি ব্ল্যাক ব্যাংকগুলোতে নেমে আসে রক্তাল্পতা। তারই ভারসাম্য রক্ষা করতে গতকাল সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির উদ্যোগে, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় ২ নং ওয়াড এর সংযোগ স্থল ডাবরে পাড়া ইঁদারা মোড়ছ আয়োজিত হয়েছিল রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান। ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস, ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম নেতৃত্ব মনীন্দ্র কুমার নন্দী, বলরাম রায় ,বিশ্বজিৎ রায় এই চার দলীয় সৈনিকের স্মৃতির উদ্দেশ্যে , আজকের এই আয়োজন।

প্রথমে পরিবারবর্গের পক্ষ থেকে মাল্যদান, পরবর্তীতে দলীয় নেতৃত্ব প্রশান্ত কুমার কষ্ট রতন দাস, আশা লতা ডাবরে কুন্তল নন্দী স্মৃতিচারণার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ধীরেন ধর। শাখা সম্পাদক দিবাকর বিশ্বাস, এবং সদস্য সুরেশ প্রামাণিক ,রতন বিশ্বাস, অয়ন প্রামানিক জানান “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে তালিকা পেয়ে গেলাম, যা আগামীতে কাজে লাগবে।”

Leave a Reply