জন্মদিনে আমন্ত্রিত দের সচেতনে রক্তদান,মরণোত্তর দেহ, চক্ষু দানের আর্জি এক রত্তি অদ্রিজের

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুরে ভারত মাতার বাসিন্দা অদ্রিজ রায় বয়সে এবছর পাঁচে পা দিলো। অন্য আর পাঁচটা বন্ধু-বান্ধবের মত মহা ধুমধামে পালিত হলো তার জন্মদিন, তবে একটু অন্যভাবে।

আজ স্থানীয় একটি লজে ৭৫০ জনের আমন্ত্রণের আপ্যায়নে ক্রিম রঙের পাঞ্জাবি পরিহিত ছোট্ট অদ্রিজ। বন্ধুদের সাথে উপহার হাতে নিয়ে, শুভাকাঙ্ক্ষীর হাত ধরে কফি চা, শরবত ,এর সাথে সোজা রক্তদান, স্টেম সেল প্রদান, মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর দেহদান এর মত নানা স্টলে বসিয়ে ভালোবাসার দাবি অধিকারের জন্য।

পারিবারিক সূত্রে জানা যায় আজ এই অনুষ্ঠানে মা গঙ্গার আয় বাবা কাশীনাথ রায় এবং ঠাকুমা সন্ধ্যা রায় তিনজনই মরণোত্তর চক্ষু দানের অঙ্গীকার করেন, বাবা দেহদানে।

আমন্ত্রিত দের খাবার টেবিলেও দেখা গেল অভিনবত্ব ছোঁয়া উপহার হিসেবে দুটি ফলের সাথে একটি গাছের চারা দেওয়া হয়। পুরো লজটি সাজানো হয়েছিল পরিবেশের বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ডে।

স্থানীয় দুটি সংগঠনের মাধ্যমে কিছুটা খাবার, কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বেশকিছু প্রান্তিক মানুষের হাতে। বাবা পেশায় গৃহশিক্ষক, মা একটি বিদ্যালয়ের শিক্ষিকা পুরো পরিবারই সারা বছর বিভিন্ন ভাবে যুক্ত থাকেন সামাজিক কাজকর্মে। কিছু দিন আগে এই পরিবারের কনিষ্ঠ কন্যা ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল দান করেন।

তাই এ ধরনের চিন্তাভাবনা বাস্তবিক প্রয়োগের আদর্শ জায়গা বলে মনে করেন বাবা কাশীনাথ রায়।

Leave a Reply