দেবু সিংহ,মালদা: নিখোঁজ থাকা ৪ নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার দুপুরে নিখোঁজ শিশুদের কাছে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন পরিবারের লোকেরা। ইংরেজবাজার শহরের উত্তর পিরোজপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর থেকেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই ৪ নাবালক। পরিবারের লোকেরা এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানায় নিখোঁজের বিষয় লিখিত ভাবে জানায়। তারপরই কয়েক ঘণ্টা পরই পুলিশের কাছে খবর আসে বীরভূমের লাভপুর এলাকায় শিশুগুলি তার আত্মীয়র বাড়িতে চলে যায়। পুলিশ বীরভূমের লাভপুর থেকে ওই নাবলকদের উদ্ধার করে মালদায় ফিরে আসে।
ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, ওদের বয়স ৮-১৩ বছরের মধ্যে। শিশুর কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তাদের মধ্যে একজনের পিসির বাড়ি বীরভূমের লাভপুর এলাকায়। তার পিসির নাম রেখা বিবি।